তালা প্রতিনিধিঃ
তালায় চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রথম দিনে প্রক্সি দিতে গিয়ে শেখ হাফিজুর রহমান নামের এক যুবক আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। সে উপজেলার মাগুরা গ্রামের এসকে আব্দুল হামিদের পুত্র।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ ই মার্চ) উপজেলার খলিষখালী মাগুরা এসসি কলেজিয়েট ইনস্টিটিউশনের এসএসসি পরীক্ষা কেন্দ্রে। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন। পরে তাকে তালা থানা পুলিশ হেফাজতে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল।
খলিষখালী মাগুরা এসসি কলেজিয়েট ইনস্টিটিউশন কেন্দ্র সচীব যোগেশ চন্দ্র দাস জানান, অত্র কেন্দ্রের (সেন্টার নং: ৩৯৫) ১১ নং কক্ষে শেখ হাফিজুর রহমান নামে একজন শিক্ষার্থী বাংলা প্রথমপত্র পরীক্ষা দিচ্ছিল। তার রোল নং ৭৮৫৪৮২ এবং রেজিষ্ট্রেশন নং ২১১৩৩০৯১৪৩। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান কেন্দ্র পরিদর্শন কালে কেন্দ্রের পরীক্ষকরা পরীক্ষাথী হাফিজুর রহমানের ছবির সাথে চেহারা কোন মিল না থাকায় সন্দেহ হয়। এক পর্যায়ে সে প্রক্সি দিতে আসে বলে নিশ্চিত হন সংশ্লিষ্টরা। তবে আটক হাফিজুর রহমানের নাম ও পিতার নামের সাথে পরীক্ষার্থী শেখ হাফিজুর রহমানের নাম ও পিতার নামের মিল আছে বলে জানান তিনি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রক্সি শিক্ষার্থীকে ১০ দিদের কারাদন্ড প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, ওই কেন্দ্র পরিদর্শনকালে শেখ হাফিজুর রহমানকে সন্দেহ হয়। বিষয়টি কেন্দ্রে দায়িত্বরত পরীক্ষকরা তাকে জানান। পরে হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রবেশপত্র যাচাই বাছাই করে নিশ্চিত কেন্দ্র কর্তৃপক্ষ নিশ্চিত হয় যে, তিনি অন্যের পরীক্ষা দিতে গিয়েছেন।
এদিকে, উক্ত প্রক্সি শিক্ষার্থীর রেজিষ্ট্রেশনে অনিয়মের দায়ে সংশ্লিষ্ট ক্যান্ডিডেটের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া তালা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে দুইজন কক্ষ পর্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
তালা উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর ও মাধ্যমিক শিক্ষা অফিসারের দপ্তর সূত্রে জানাযায়, মাধএসএসসি, দাখিল, ও এসএসসি (ভোকেশনাল) ২০২৫ পরীক্ষার প্রথম দিনে তালা উপজেলার ৯ টি কেন্দ্রে মোট ২৮৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, অনুপস্থিত ছিল ৬৫ জন।
মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ জয়নাল আবেদীন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রক্সি দিতে আসা ঐ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন আটক ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হবে।
তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো.রাসেল জানান,বয়স লুকিয়ে নিয়মবহির্ভূতভাবে রেজিষ্ট্রেশন করে পরীক্ষা দেয়ার ফলে পরীক্ষা পরিচালনা নীতিমালা ২০২৫ এর ৩২(২০) অনুচ্ছেদ মোতাবেক বালিয়াদহ কেন্দ্রে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং এসিল্যান্ড কর্তৃক ভ্রাম্যমান আদালতে দণ্ডবিধিতে ১০ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। প্রতিটি পরীক্ষায় অনিয়মের বিরূদ্ধে সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করা হবে।
