তালায় সর্বজন শ্রদ্ধেয় এহিয়া স্যারের দাফন সম্পন্ন

Date:

Share:

তালা প্রতিনিধি
তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও তালা সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সৈয়দ মমিনুল ইসলাম এহিয়ার দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার(২৪ অক্টোবর) জুম্মার নামাজের পর দুপুর ২টায় মাঝিয়াড়া বায়তুল নুর জামে মসজিদ চত্বরে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর মসজিদের সামনে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

জানাযা নামাজ ও দাফন অনুষ্ঠানে বিএনপি তালা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, জাতীয় পার্টি তালা উপজেলা ও তালা প্রেসক্লাব সভাপতি, সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস,এম নজরুল ইসলাম, সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, তালা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, ওয়ার্ড বিএনপি সভাপতি গাজী সিরাজুল ইসলাম, জেলা ওলামা দলের যুগ্ম-আহবায়ক শেখ মহিউদ্দীন, যমুনা টিভির এস.এম আকরামুল ইসলাম, সাস এনজির পরিচালক শেখ ঈমান আলী, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী,তালা প্রেসক্লাবের কবির আহমেদ খাঁন, সৈয় জুনাযেত আকবর, বীর মুক্তিযোদ্ধা মুহাঃ আলী বিশ্বাস, সৈনিক পার্টির সভাপতি মোঃ রফিকুল ইসলাম খাঁ, মরহুমের ভাই সৈয়দ ইদ্রিস,সাবেক মেম্বর আব্দুর রহিম খাঁ বুধো, সৈয়দ খায়রুল ইসলাম মিঠু সহ সাংবাদিক ও স্থানীয় পরিচিতি সম্পন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও হাজার হাজার ভক্তবৃন্দ, আত্মীয়স্বজন ও গ্রামের মানুষ জানাযা নামাজ ও দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সৈয়দ মমিনুল ইসলাম এহিয়া ছিলেন পীরে কামেল হযরত মাওলানা সৈয়দ আব্দুল হান্নান চিশতী সাহেব এর মেঝপুত্র । তিনি খুলনা জেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ঈসার মেঝ ভাই এবং খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ্যড তৈয়েবুর রহমানের শ্যালক ও তালা উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা ছিলেন । পরিবারের পক্ষ থেকে মরহুমের একমাত্র পুত্র সৈয়দ আরিফ ইসতিয়াক সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেন। জানাযা নামাজে মাঝিয়াড়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাঃ আব্দুল আলীম সাহেব ঈমামতি করেন। সৈয়দ মমিনুল ইসলাম এহিয়া সমাজসেবা ও শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় ছিলেন। তিনি এলাকার মানুষের বিপদে সর্বদা পাশে থাকতেন এবং তার সততা, মানবিকতা ও সমাজসেবার জন্য সর্বজনের শ্রদ্ধা অর্জন করেছিলেন।