তালা প্রতিনিধিঃ
তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের কৃতি সন্তান, প্রখ্যাত শিক্ষক, সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ মমিনুল ইসলাম এহিয়া মাষ্টার (৭৬) আর নেই। বুধবার সকাল অনুমানিক ৯টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ছিলেন পীরে কামেল ও আধ্যাত্মিক সাধক হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান চিশতী (রঃ)-এর মেঝপুত্র এবং খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ঈসা সাহেবের মেঝভাই। সৈয়দ মমিনুল ইসলাম এহিয়া ছিলেন তালা সরকারি বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক,সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত এর আস্থাভাজন ছিলেন। পাশাপাশি তিনি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও নানা সামাজিক সংগঠনের নিবেদিত প্রাণ।
তিনি জাতীয় পার্টির তালা উপজেলা নির্বাহী কমিটির উপদেষ্টা, এজাহার আলী স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য, তালা সরকারি বালিকা বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং মাঝিয়াড়া বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র সৈয়দ ইসতিয়াক হোসেন, তিন কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার কনিষ্ঠ কন্যা ও জামাই বর্তমানে আমেরিকায় অবস্থান করায় তারা বৃহস্পতিবার খুলনায় পৌঁছাবেন। এ কারণে মরহুমের জানাজা আগামী শুক্রবার বাদ জুমা মাঝিয়াড়া গ্রামের বাড়িতে, তার পিতার প্রতিষ্ঠিত বায়তুল মামুর জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও তালা সদরের সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এহিয়া মাষ্টার ছিলেন এক পরোপকারী মানুষ, যিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি শিক্ষা বিস্তারে নিবেদিতপ্রাণ ছিলেন এবং অসুস্থ মানুষের চিকিৎসা ও সহায়তায় সর্বদা এগিয়ে আসতেন। সমাজে এমন মানবিক ও নিবেদিতপ্রাণ মানুষ আজ বিরল।
