আশাশুনি প্রতাপনগর ইউনিয়নে জিসিএ প্রকল্পের টাকা বিতরণ

Date:

Share:

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বকুল নারী জীবিকায়ন দলের ৩১ জন উপকারভোগীর মাঝে জিসিএ প্রকল্পের টাকা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(৩ ই এপ্রিল) জিসিএ প্রকল্পের উপকারভোগীর মাঝে ৮০০০ টাকা করে মধুমতি ব্যাংক আশাশুনি শাখা হতে এ টাকা প্রদান করা হয়।

উলেখ্য যে প্রতাপনগর ইউনিয়নের ৪৬ টি নারী জীবিকায়ন দলের ১১৭০ জন উপকারভোগীর মাঝে এ টাকা বিতারণ করা হবে।ইতিমধ্যে প্রত্যেকটি নারী জীবিকায়ন দল হতে ৫-৬ জন করে উপকারভোগী নিয়ে প্রকল্পের আওতায় সাব-গ্রুপ তৈরী করে তাদের সমন্বয়ে একটি ব্যবসায়িক পরিকল্পনা তৈরী করা হয়েছে। ব্যাংক থেকে উত্তোলনকৃত টাকা এ ব্যবসায়িক কাজে লাগিয়ে সকলে স্বাবলম্বি হবে বলে প্রকল্প সংশ্লিষ্ট সকলে মনে করেন।ব্যাংক থেকে টাকা পেয়ে সকল উপকারভোগী উচ্ছাস্ প্রকাশ করেন এবং তারা ইউএনডিপি ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রকাশ থাকে যে বাংলাদেশ সরকারের গ্রীন ক্লাইমেট ফান্ড এর অর্থায়নে ইউএনডিপি এর কারিগরি সহযোগীতায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ মাঠ পর্যায়ে জিসিএ প্রকল্পটি বাস্তবায়ন করছে।