কপিলমুনির হরিঢালীতে গাঁজা সহ আটক ১

Date:

Share:

এম,আজাদ হোসেন কপিলমুনি (খুলনা) প্রতিনিধি।
কপিলমুনির পার্শ্ববর্তী হরিঢালীর মাহমুদকাটিতে ৫০০ গ্রাম গাঁজাসহ পুলিশ এক জনকে আটক করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিঢালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাহমুদকাঠির খেয়াঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ওই গ্রামের মৃতঃ গীর্জিনাথ বিশ্বাসের ছেলে স্বপন বিশ্বাস (৫৫) কে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করে। ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পাইকগাছা থানায় মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং ১৫, তারিখ ২৭/৫/২৫।

এ বিষয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মফিজুল ইসলাম বলেন, “স্বপন বিশ্বাস একজন মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে এর আগেও পাইকগাছা থানায় মামলা হয়েছে। এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য আমাদের জোর তৎপরতা অব্যাহত থাকবে।”