তালা প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার সংগঠক মীর্জা সাকিব ও মোঃ হায়াত রহমান এর উপর খুলনায় হামলার প্রতিবাদে তালায় জামায়াতের ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে) সন্ধ্যার তালা উপজেলা বাংলাদেশ জামায়াতের ইসলামীর আয়োজনে তালা পুরাতন হাইস্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল টি তালা উপ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালার তিন রাস্তা মোড়ে এক পথসভায় অনুষ্ঠিত হয়। পথসভায় উপজেলা যুব জামায়াতে সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান রেন্টু সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামায়াতে ইসলামী নেতা অধ্যাপক গোলাম ফারুক।
সদর ওয়ার্ড জামায়াতে সেক্রেটারী ওহিদুজ্জামান রিপন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন তালা সদর ইউনিয়নের জামায়াতে ইসলামের সাবেক আমির এ্যাড এস এম মশিয়ার রহমান, তালা সদর ইউনিয়নের যুব জামায়াতে সভাপতি আল আমিন শেখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তালার প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম রবি, তালা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল জামালুল বান্না প্রমুখ।
এসময় বক্তারা বলেন গতকাল রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল থেকে ফেরার পথে তালার জুলাই বিপ্লবের অন্যতম ভাইদের উপর হামলা করা হয়েছে। আওয়ামী লীগ ও তার দোসরদের হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, ৫ আগষ্ট স্বৈরাচার পালিয়েছিলেন আওয়ামী লীগ কে সাথে না নিয়ে, আর গতরাতে যমুনাতে নৌকা ডুবিতে দেওয়া হয়েছে। এখন থেকে কেউ কোন রুপ জুলুমের চেষ্টা করে তাহলে তাদেরকে প্রতিহত করা হবে।
বক্তারা আওয়ামী লীগের উদ্দেশ্যে আরো বলেন, গুপ্ত হত্যার ষড়যন্ত্র না করে সামনে এসে দেখান। তালা বাসির উদ্দেশ্য আরো বলেন, তালায় যদি আওয়ামী লীগের ও তাঁদের দোসর রা কোন ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে ছাত্র জনতাকে সাথে নিয়ে তা প্রতিহত করবে।
