সাংবাদিক শফি’র সুস্থতা কামনায় তালা প্রেসক্লাবের বিবৃতি

Date:

Share:

প্রেস রিলিজঃ
তালার দৈনিক প্রজন্ম একাত্তরের উপজেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম শফি ব্রেন স্ট্রোক জনিত রোগে আক্রান্ত হয়ে সামেকে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার(৭ ই মে) সকালে সাংবাদিক শফিকুল ইসলাম শফি খলিলনগর ইউনিয়নের উত্তর নলতা গ্রামের নিজ বাড়িতে আকস্কিক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এদিকে সাংবাদিক শফির আশু সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাবে নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলাম,সি:সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান,সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান,সাংগঠনিক সম্পাদক খান নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, কার্যনির্বাহী সদস্য এস.এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, এস.এম আকরামুল ইসলাম, মো: বাবলুর রহমান, বি.এম বাবলুর রহমান, মো:বাহারুল ইসলাম, এ্যাড: কবির আহমেদ,মো: সোহাগ হোসেন এস,এম জহর হাসান সাগর, সাধারণ পরিষদ সদস্য মো: আব্দুল মজিদ মোড়ল,কাজী ইমদাদুল বারী জীবন,মো: লিটন হুসাইন, বি.এম বোরহান উদ্দীন,মো: বাহারুল ইসলাম মোড়ল, মো: রুহুল আমিন মোল্ল্যা,মো: হাফিজুর রহমান,শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব,খাঁন আল-মাহবুব হুসাইন, পার্থ প্রতিম মন্ডল,মিসেস সোনালী রহমান,মো: সাগর মোড়ল, মো: মেহেদী হাসান সাক্ষর,মো: জিয়াউর রহমান,মোঃমোস্তাফিজুর রহমান রাজু,লিটন সরদার,জাহিরুল ইসলাম,সারমান ফারদিন সোহেল,শেখ মিজানুর রহমান প্রমুখ।.