তালায় ইউএনও বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে মানববন্ধনে জনসমুদ্রে পরিণত

Date:

Share:

নিজস্ব প্রতিবেদক
তালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ পৃথক স্থানে মানববন্ধন করেছেন। একজন সরকারী কর্মকর্তা কতটা মানুষের হৃদ্বয় কেড়ে নিয়েছে তার প্রমান দিল ইউএনও শেখ মো. রাসেলের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল ছিল তালা সদরের চর্তুপাশের রাস্তায় ছিল লোকে লোকারণ্য। সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ,বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক শুশীল সমাজ, শ্রমিক,ভ্যান চালক, সাধারণ পুরুষ-মহিলা, সকল শ্রেনী পেশার মানুষ,সাংবাদিক একত্রিত হয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা জনসমুদ্রে পরিণত হয়। মানুষের এই ঐক্যের বন্ধন ইতিপূর্বে কোন ইস্যুতে এমন জনসমুদ্র কেউ কখনও দেখেনি!

গত ২৭ শে এপ্রিল সকাল ১০ টায় তালা সদর ডাক বাংলোর সামনের প্রধান সড়কের দু’ধারে বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সভা তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অপরদিকে তালা উপজেলা পরিষদের সামনে রাস্তার দু’ধারে সরকারী-কর্মচারীবৃন্দ বিশাল মানববন্ধন প্রতিবাদ সভায় তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম,জালালপুর ইউপি চেয়ারম্যান এম.মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, তালা কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও ইমাম পরিষদ নেতা আলহাজ্ব মাওঃ মুহাঃ তাওহীদুর রহমান, শালিখা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, কলেজ শিক্ষক নেতা অধ্যাপক মোশারাফ হোসেন,মাধ্যমিক শিক্ষক নেতা জগদিশ হালদার, আদর্শ শিক্ষক পরিষদ নেতা অধ্যাপক আজিজুর রহমান, কেন্দ্রীয় ডেএসডি নেতা মীর জিল্লুর রহমান, তালা বাজার বণিক সমিতির যুগ্ম আহবায়ক স.ম ইয়াছিন উল্লাহ,সাংবাদিক বি.এম জুলফিকার রায়াহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মীর্জা সাকিব, আব্দুল কাদের, সরুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য ফারুক হোসেন।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ,পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন, সাংবাদিক হাসানুর রহমান খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, খলিশখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন,খলিলনগর ইউপি সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, তালা উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন,ছাত্রনেতা মেহেদী হাসান সাগর,সাংবাদিক এম.এ মান্নান, সাংবাদিক খানঁ নাজমুল হুসাইন,মানবাধিকার কর্মী কাজী এনামুল ইসলাম বিপ্লব প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর, বিভিন্ন কলেজের শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জনসমুদ্র পরিণত হয়।

অপরদিকে উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মাছুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিক ইমাম, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাশ প্রমুখ।

এসময় বক্তরা বলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল তালাতে যোগদানের পর থেকে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। এই উপজেলা কে সুন্দর ভাবে গড়ার জন্য দিনরাত পরিশ্রম করছেন। তিনি একজন নম্র, ভদ্র ও সাদালাপি মানুষ। তিনি সকল পেশার মানুষের সাথে হাসিমুখে কথা বলেন। এমন একজন গুণী মানুষ কে তালা থেকে সরানোর জন্য একটি কুচক্রীমহল উঠে পড়ে লেগেছে। তার নামে মিথ্যা তথ্য সরবরাহ করে অপপ্রচার একটি কুচক্রি মহল তালাকে উন্নয়ন বঞ্চিত করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্রের জবাব দিতে তালাবাসী ঐক্যবদ্ধ হয়ে স্মরণ কালের সেরা মানববন্ধন ও প্রতিবাদ সভায় সকল শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে।