কুমিরা জাপা নেতার স্ত্রীর মৃত্যু দাফন সম্পন্ন

Date:

Share:

তালায় কুমিরা ইউনিয়নের বকশিয়া গ্রামের জাতীয়পার্টির নেতা আব্দুস সামাদ মালীর স্ত্রী সাহানারা বেগম (৫০)দাফন সম্পন্ন। জাপার শোক প্রকাশ।

২ নভেম্বর রবিবার প্রত্যুষে ৫ টার সময় তালা হাসপাতালে চিকিৎসারতকালে মৃত্যু বরন করেন। যোহর নামাজ অন্তে বকশিয়া গ্রামের বাড়িতে মরহুমার জানাযা নামাজ অনুষ্টিত হয়। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্হানে দাফন করা হয়। জানাযা নামাজে অংশ গ্রহন করেন জাতীয়পার্টির তালা উপজেলা সভাপতি তালা সদরের সাবেক চেয়ারম্যান তালা প্রেসক্লাব সভাপতি এস,এম নজরুল ইসলাম। জাপার কুমিরা ইউনিয়ন সভাপতি মোঃ জামাল উদ্দীন মোড়ল, সাধারন সম্পাদক প্রভাষক কামরুল ইসলাম, জাপানেতা মেম্বর আব্দুল গনি সরদার, জাপানেতা মেম্বর শেখ আবু তালেব, ওয়ার্ড বি,এন,পি সভাপতি মাওৱানা মুহাঃ আব্দুল হালিম মোড়ল, জামাতনেতা শিক্ষক মুহাঃ আব্দুৱ হালিম মোড়ল, মোঃ হযরত আলী তাবলীক জামাতের মুরব্বী মোঃ আনছার আলী মোড়ল, সহ এলাকার শত শত মাুসল্লিরা জানাযা নামাজ এবং দাফন অনুষ্টানে অংশ গ্রহন করেন। জানাযা নামাজে ঈমামতী করেন বকশিয়া হামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মুহাঃ রহমত আলী শেখ। মরহুমের পরমাত্মার শান্তি ও মাগফেরাত কামনা সহ- পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্।