শিক্ষিকার ল্যাপটপ ও মোবাইল উদ্ধার, হস্তান্তর অনুষ্ঠানে অতিঃ পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খাঁন

Date:

Share:

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম এর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান এর সার্বিক তদারকিতে শিক্ষিকার চুরি হওয়া ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করেছে জেলা পুলিশ।

২৭ অক্টোবর ২০২৫ তারিখে সাতক্ষীরা পুলিশ উদ্ধারকৃত একটি এইচডি ল্যাপটপ ও একটি পোকো মোবাইল ফোন এর মালিক শিক্ষিকা জারিন তাসনিম-এর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান ।

ঘটনাটি ঘটেছিল ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকায়। স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষিকা জারিন তাসনিমের বাড়ি থেকে তার ব্যবহৃত এইচডি ল্যাপটপ ও পোকো ব্র্যান্ডের মোবাইল ফোন চুরি হয়ে যায়।পরে পুলিশের পরামর্শে তিনি ১৮ অক্টোবর ২০২৫ তারিখে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানার অফিসার ইনচার্জ জনাব শামিনুল হক মামলা নং-৩৮/৫৫৫, তারিখ: ১৮/১০/২০২৫, দণ্ডবিধি ধারা ৪৫৭/৩৮০ অনুযায়ী মামলা রুজু করেন এবং তদন্তের দায়িত্ব দেন সদর থানাধীন কাটিয়া ফাঁড়ির এসআই (নি:) পিংকু মণ্ডল-কে। পুলিশ সুপারের নির্দেশনায় কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব পিয়ার আলী এর নেতৃত্বে এসআই (নি:) পিংকু মণ্ডল ও এএসআই মোহাম্মদ বোরহান শেখ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই দিনই (১৮ অক্টোবর) আসামি মোঃ নাজমুল শেখ ওরফে শিমুল-কে গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকে চুরি হওয়া ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালতের নির্দেশে উদ্ধারকৃত ল্যাপটপ ও মোবাইল ফোন শিক্ষিকা জারিন তাসনিমের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান বলেন, “পুলিশের দ্রুত পদক্ষেপে অপরাধ দমন সম্ভব হয়েছে। জনগণের আস্থা ও সহযোগিতায় এমন কাজ আরও এগিয়ে নেওয়া হবে।”