প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ-সাফিয়া পারভীন

Date:

Share:

বিভিন্ন পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত মিথ্যা ভিত্তিহীন সংবাদে বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সফর চেয়ারম্যান সাফিয়া পারভীন।

সাফিয়া পারভীন সাংবাদিকদের জানান, যে আমি, মোছাম্মদ সাফিয়া পারভীন, পিতা মৃত কে. এম. মোশাররফ হোসেন, গ্রাম কৃষ্ণনগর, থানা কালিগঞ্জ, জেলা সাতক্ষীরা। আমি বর্তমানে ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। সম্প্রতি কিছু জাতীয়, আঞ্চলিক ও অনলাইন নিউজ পোর্টালে “কালীগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখল ও বৃদ্ধাকে ভারতে পাঠানোর অভিযোগ’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমার দৃষ্টি গোচর হয়েছে।

উক্ত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার রাজনৈতিক প্রতিপক্ষ মিজানুর রহমান নামের এক ব্যক্তি সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্য প্রদান করে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে এ সংবাদ প্রকাশ করিয়েছে। আমি সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রকৃতপক্ষে, আমার পিতা ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কৃষ্ণনগর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান। ২০১৮ সালে প্রতিপক্ষরা প্রকাশ্যে আমার পিতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরবর্তীতে জনগণের ভালোবাসায় আমার মা আকলিমা খাতুন চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২১ সালে আমিও জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি।

উল্লেখিত জমিটি-কৃষ্ণনগর মৌজার খতিয়ান নং ২৫-২৮২০, দাগ নং ২০৭৯, পরিমাণ ১১ শতক-আমি সীতা রানী ঘোষ নামের এক নারীর কাছ থেকে যথাযথভাবে ১৫/৯/২০২৫ তারিখে ৪৭৬৭ নং কোবলা দলিলের মাধ্যমে ক্রয় করেছি এবং বর্তমানে উক্ত জমির বৈধ মালিক ও ভোগদখলকারী। সীতা রানী ঘোষ ও তাঁর পরিবার বর্তমানে ভারতে বসবাস করছেন। আমার বিরুদ্ধে তাঁদের কোনো অভিযোগ নেই।

কিন্তু আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি নেতা নূর হকের সঙ্গে আমার সম্পর্ক জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। আমি এই ধরনের মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।