তালা উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদ সাইফুল আলম বিশ্বাস এর ৩১তম মৃত্যু বার্ষির্কী উপলক্ষে দোয়া মাহফিল ও কবর জিয়ারত রহিমাবাদে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ই অক্টোবর) আসর বাদ তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ এর নেতৃত্বে শহীদ সাইফুল আলমের দোয়া মাহফিল ও কবর জিয়ারত করা হয়।
তালা উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিশ্বাস ওয়াজেদ আলী এর সভাপতিত্বে দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম, সদর যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটু, সরদার আমিনুর ইসলাম, রেজাউল ইসলাম রেজা, অবসরপ্রাপ্ত আর্মি আইয়ুব আলী বিশ্বাস, আরো উপস্থিত ছিলেন শহীদ সাইফুল আলমের ছোট ভাই শরিফুল বিশ্বাস।
পরিশেষে তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ জানান, তালা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্রাহাম রাসেলের মা গুরুতর অসুস্থ। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
