সাতক্ষীরা জেলায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি

Date:

Share:

এস.এস নজরুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক,দৈনিক নয়া খবরঃ সাতক্ষীরা জেলা থেকে সরকার প্রতিবছর হাজার কোটি টাকা চিংড়ি মাছ থেকে রাজস্ব পেলেও উন্নয়ন বঞ্চিত।সুন্দরবন পর্যটককেন্দ্র পর্যন্ত রাস্তার উন্নয়ন হলে সরকারের বিপুল পরিমান রাজস্ব বৃদ্ধি পাবে। উন্নয়ন বঞ্চিত তালা উপজেলা কে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহনের দাবি জানানো হয়েছে।

তালা উপজেলার ১২ টি ইউনিয়নের ২৩৩ টি গ্রামের অবকাঠামো উন্নয়ন থেকে বঞ্চিত তালা উপজেলাবাসি। স্বাধীনতার ৫৪ বৎসরেও উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত সাতক্ষীরা জেলাসহ তালা উপজেলা। উন্নয়ন বঞ্চিত সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা ৮ টি থানা ২ টি পৌরসভা। তালা উপজেলার সর্বমোট রাস্তার দশ ভাগের একভাগ রাস্তাও পিচ হয়নি। অধিকাংশ রাস্তা চলাচলের জন্য অনুউপযুক্ত। ইটের রাস্তাও কিঞ্চিত পরিমান। বাকি সব কাঁচা রাস্তা জনভোগান্তির শেষ নেই এ উপজেলার মানুষের। অন্তবর্তী কালিন সরকারের নিকট সাতক্ষীরা জেলা উন্নয়ন প্রকল্প গ্রহন করে তালা উপজেলাসহ সকল উপজেলার মানুষের জনদূর্ভোগ লাঘবে উন্নয়ন প্রকল্পের আওতাভূক্ত করার দাবি জানিয়েছেন সাতক্ষীরা বাসি। দৈনিক প্রথম আলোতে অবহেলিত উন্নয়ন বঞ্চিত সাতক্ষীরা জেলার বাস্তব ভিত্তিক চিত্র তুলে না ধরে তথ্যগত ত্রুটিপূর্ণ রিপোর্ট প্রকাশ করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে । উন্নয়ন বঞ্চিত সাতক্ষীরা জেলা কে উন্নয়ন করতে প্রাপ্ত বাজেট থেকে সব সময় বঞ্চিত করা হয়েছে । সাতক্ষীরা বাসি সব সময় বৈষম্যের স্বীকার। বাংলাদেশের সাতক্ষীরা জেলায় সুন্দর বন কে ঘিরে পর্যটকরা আসেন কিন্তুু সাতক্ষীরা থেকে সুন্দরবন যাওয়ার রাস্তাঘাটের বেহাল দশা যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। যানবাহন চলাচলের অযোগ্য রাস্তার মধ্যে খাদের সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা জেলা থেকে সরকার বাগদা চিংড়িতে শত শত কোটি টাকা বৎসরে রাজস্ব আয় করে থাকেন। কিন্তুু এ জেলার উন্নয়নে সরকারের সুনজর ছিল না কখনও। সুন্দরবনে যাওয়ার জন্য রাস্তাঘাটের উন্নয়ন করা হলে পর্যটকদের অভায়ারন্যে পরিনত হবে সরকার প্রতিবৎসর বিপুল পরিমান রাজস্ব পাবে। স্বাধীনতার ৫৪ বৎসর চলে গেল এখন ও অত্র জেলার সর্বমোট রাস্তার চার ভাগের একভাগ রাস্তায় ও পিচ দেওয়া নেই। পিচঢালা রাস্তাতো দূরের কথা ইটের রাস্তাও নেই। সাতক্ষীরা জেলার মোট সড়কের পরিমাণ ১১০০২.৪৬ কি:মি: পত্রিকার রিপোর্ট অনুযায়ী ৯২৯৪ কি:মি:। পাকা রাস্তার পরিমাণ ২২৩০.৩১ কি:মি: বাস্তবায়ন ২২.১৩% মাত্র। বর্তমানে সংস্কারকাজ চলছে ১৯.২৭ কিলোমিটার সড়কের। কিন্তুু পত্রিকার রিপোর্ট অনুযায়ী ১০৫০ কি:মি:দেখান হয়েছে । ২০২২-২৩ অর্থ বছরে ১০৬.৪৬ কোটি টাকার চাহিদার বিপরীতে বরাদ্দ দেয়া হয় মাত্র ৪১.৪৩ কোটি টাকা; যা মাত্র ৩৯.০৫%। ২০২৩-২৪ অর্থ বছরে ১১৮.৭৬ কোটি টাকার চাহিদার বিপরীতে বরাদ্দ দেয়া হয় মাত্র ৪১.১৮ কোটি টাকা; যা মাত্র ৩৪.৬৭%। ২০২৪-২৫ অর্থ বছরে ১২৮.৭৬ কোটি টাকার চাহিদার বিপরীতে বরাদ্দ দেয়া হয় মাত্র ৪৪.১২ কোটি টাকা; যা মাত্র ৩৪.২৭%। ২০২৫-২৬ অর্থ বছরে ১৪৩.৯৭ কোটি টাকার চাহিদার বিপরীতে বরাদ্দ দেয়া হয় মাত্র ৪০.৫১ কোটি টাকা; যা মাত্র ২৮.১৪%।

উন্নয়ন বঞ্চিত তালা উপজেলাসহ সাতক্ষীরা জেলাবাসির জনদূর্ভোগ লাঘবে বাস্তব ভিক্তিক বিবেচনায় অনুন্নত রাস্তা ঘাটের অবকাঠামো উন্নয়নে সাতক্ষীরা উন্নয়ন প্রকল্প গ্রহন করার জন্য অন্তঃবর্তী কালিন সরকারের নিকট দাবি জানিয়েছেন সাতক্ষীরাবাসি।