তালা প্রতিনিধিঃ
তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানান কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা ও বাঙ্গালীর ঐতিহ্য বাংলা নববর্ষ ও বর্ষবরণ উৎযাপিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) এ উপলক্ষে সকাল ৮ টায় তালা সরকারী বিদে (পুরাতন বলফিল্ড) মাঠে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন। শোভাযাত্রাটি তালা বিদে হাইস্কুলের মাঠ থেকে শুরু হয়ে তালা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐ মাঠেই শেষ হয়। শোভা যাত্র শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে দিনব্যাপী বৈশাখী মেলা ও নানা আয়োজনের পর বিকেলে বাউল গান ও ব্যান্ড কনসার্টের মধ্য দিয়ে শেষ হয় বর্ষবরণ।
এসময় উপস্থিত ছিলেন,তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান, তালা থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, পাটকেলঘাটা অফিসার ইনচার্জ মোঃ মইনউদ্দীন ,তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ইনামুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিনউল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ জামালুল বান্না, কেন্দ্রীয় ডেএসডি নেতা মীর জিল্লুর রহমান, তালা বাজার বণিক সমিতির আহবায়ক সরদার নুরুল ইসলাম, হৃদয় সাধু, অমল দত্তসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ শোভা যাত্রায় অংশগ্রহণ করেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী অবিভাবক ব্যানার ফেষ্টুন সহ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।
এসময় উপস্থিতিরা বলেন,বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল খুবই আন্তরিক একজন মানুষ। তালা উপজেলায় যোগদান করেই উপজেলাকে সাজিয়ে গুছিয়ে একটি পরিচ্ছন্ন তালা গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার প্রতিটি কাজে আধুনিকতার ছোয়া দেখা যায়। তিনি আপ্রাণ চেষ্টা করে সকলের আন্তরিক সহযোগিতা পাওয়ার কারণে বর্ষবরণ অনুষ্ঠানটি সফল হয়েছে।
