তালা প্রতিনিধি
তালা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জাতীয় ছাত্র সমাজের সিনিয়র সহ-সভাপতি মো. জিয়াউর রহমান শেখের পিতা মরহুম সুলতান শেখ (৭৮)-এর মৃত্যু দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে তালা সদরের কিসমতঘোনা গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আসরের নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও এলাকার শত শত ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির উপজেলা সভাপতি এস.এম. নজরুল ইসলাম, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, ডা. সোহাগ হোসেন শেখ, সাবেক ইউপি সদস্য সৈয়দ খায়রুল ইসলাম মিঠু, মাওলানা অধ্যয়নরত মুহা. এহসানুল হক আকাশ, যুব জামায়াতের তালা উপজেলা সভাপতি মো. মোস্তাফিজুর রহমান রেন্টুসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানাজার নামাজে ইমামতি করেন কিসমতঘোনা জামে মসজিদের খতিব হাফেজ মুহা. জুলফিকার রহমান।
