তালা প্রতিনিধি
তালায় “সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি তালা উপশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আােলাচনা সভায় সভায় উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার।
সমবায় অফিসের সহকারী পরিদর্শক রমেন্দ্র কুমার বাছাড় এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ কুমার সরকার, তালা উপজেলা কার্লবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক গাজী জাহিদুর রহমান,তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু খুলনা বিভাগের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়কারী রাকিবুল ইসলাম। সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন পাটকেলঘাটা শ্রমজীবী সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি মোশফিকুর জামান ইমন এবং মহিলা সমবায়ী মুসলিমা আক্তার। এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, সাংবাদিক মোতাহারুল হক শাহীন, সাংবাদিক মীর মিল্টন, তালা প্রেসক্লাবের সাংবাদিক পার্থ প্রতিম, মো. ফয়সাল হোসেন, লিটন হুসাইন এবং সমবায় অফিসের সহকারী পরিদর্শক হেমেন্দ্র কুমার।
অনুষ্ঠানে সমবায় খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে সাতজন সমবায়ীকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন,সমবায় একটি উন্নয়নমুখী সামাজিক আন্দোলন। ঐক্য, সহযোগিতা ও সততার মধ্য দিয়েই সমবায়ের লক্ষ্য অর্জন সম্ভব। প্রত্যেক সদস্যের সক্রিয় অংশগ্রহণই দেশের সার্বিক উন্নয়নের চালিকাশক্তি। দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
