তালায় ব্যবসায়ীর মৃত্যুতে শোকের ছায়া,দাফন সম্পন্ন

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালার জাতপুর গ্রামের প্রিয়মুখ, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ বিশ্বাস (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৩১ অক্টোবর) ফজরের নামাজ শেষে তিনি হাটতে বের হলে রাস্তার মধ্যে হঠাৎ স্ট্রোক করে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মরহুম ফিরোজ বিশ্বাসের জানাযা শুক্রবার বাদ আসর সমকাল স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম ফিরোজ বিশ্বাস মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা, পাঁচ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ছয় ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তাঁর মৃত্যুতে জাতপুরসহ আশপাশের এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। জানাজায় আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এবং এলাকার শত শত মানুষ অংশ নেন।

জানাজার নামাজে ইমামতি করেন পাইকগাছা আলমতলা গ্রামের বিশিষ্ট আলেমেদ্বীন আফছার আলী। এসময় উপস্থিত ছিলেন জাতপুর বাজার জামে মসজিদের খতিব ক্বারী মুহাম্মদ আফছার উদ্দীন শেখ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, তালা সদরের সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাব সভাপতি এস.এম. নজরুল ইসলাম, জামায়াতে ইসলামী নেতা অ্যাডভোকেট মো. মশিয়ার রহমান, বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রব ও মাওলানা মুহাম্মদ মোফাজ্জেল হক সহ সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকাবাসী জানাযা নামাজে অংশগ্রহন করেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।