তালা প্রতিনিধি
স্থানীয় ও জেলা পর্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের সমন্বয়ে তালা উপজেলায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৬ শে অক্টোবার) বিকাল ৪ ঘটিকায় তালা শিল্পকলা একাডেমী হলরুমে যৌথ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব।
এসময় প্রধান অতিথি মো. হাবিবুল ইসলাম হাবিব বলেন, জুলাই-আগস্ট অভ্যুথানে শেখ হাসিনা পতনে তিনি মৃত্যুর মুখ থেকে পুনরায় ফিরে এসে আপনাদের মাঝে দাঁড়িয়েছি। সেজন্য সবাইকে আরও দায়িত্বশীল ও সতর্ক হতে হবে। তালার কুমিরা ইউনিয়নে মৃকুন্দ ঘোষ নামক এক সংখ্যালঘুর জমিজমা দখলের চেষ্টা চালাচ্ছে দূর্বৃত্তরা, এতে বিএনপির কোন পর্যায়ের নেতা-কর্মীরা যেন সম্পৃক্ত না হয়, কেউ যেন দলের নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার চেষ্টা না করে বরং তার জমি যেন কেউ জবর দখল করতে না পারে সেজন্য নেতাকর্মীদের তার পাশে থাকার আহব্বান জানান। আমাদের সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং দলের স্বার্থ ও নৈতিকতার সঙ্গে কখনও আপস করা যাবে না।
দলের প্রতি আনুগত্য, সততা ও ন্যায্যতা নিশ্চিত করতে সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একত্রিতভাবে কাজ করতে হবে। যেকোনো অপকর্ম বা অনিয়মের জন্য দুই-একজনের দায় দল নিবে না ; তবে সতর্ক থাকা প্রত্যেকের কর্তব্য। সকলে মিলিতভাবে তৃণমূল পর্যায়ে জনসংযোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সমাজসেবায় নেতৃত্ব দিতে প্রস্তুত থাকতে হবে।
সভার তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,তালা উপজেলা বিএনপি’র সভাপতি বাবু মৃণাল কান্তি রায়,সাবেক সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাবেক সি.সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সমন্বয়ক ফরিদুল ইসলাম ফরিদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স.ম. ইয়াসিন উল্লাহ, তালা উপজেলা ওলামা দলের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান।
তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ ও যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান আনিছের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম, জাকির হোসেন মনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু, সদস্য সচিব আবুল কালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন ফারুক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম মারুফুল ইসলাম, সাবেক ছাত্রদলনেতা খান নাজমুল হুসাইন,তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব এস.কে. ফারুক,ছাত্রদলনেতা মোস্তাফিজুর রহমান রাজু, পাঠকেলঘাটা থানা ছাত্রদলের সদস্য সচিব আবির হোসেন, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ ও সাধারণ সম্পাদক নাইম রিয়ার।
প্রধান অতিথি আরও বলেন, আমি প্রত্যেককে নির্দেশ দিচ্ছি, দলীয় বিষয়ে সব সময় সতর্ক থাকুন, জোর করে কোনও কার্যক্রম পরিচালনা করবেন না। এলাকার মানুষ ও দলের স্বার্থের জন্য স্বচ্ছ ও ন্যায্য নীতি মেনে চলুন। যেকোনও প্রকার অযাচিত কার্যক্রমে অংশগ্রহণ করলে দলের শৃঙ্খলা বজায় রাখা কঠিন হবে।” সভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
